Tue. Sep 16th, 2025
Advertisements

18kখোলা বাজার২৪, শনিবার, ২৬ মার্চ ২০১৬ : কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের তদন্তে অগ্রগতির আশা দিয়েছেন র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ।
বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, “ঘটনাটি নিয়ে র‌্যাব কাজ করছে। আমরা আশাবাদী, শিগগরিই হয়ত ভালো কোনো খবর দিতে পারব।”
গত ২০ মার্চ রাতে ‍কুমিল্লা সেনানিবাস এলাকায় খুন হন ভিক্টোরিয়া কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী তনু। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই ঘটনায় তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডর কর্মচারী ইয়ার হোসেন একটি মামলা করলেও এখনও খুনিদের শনাক্ত কিংবা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নাট্যকর্মী তনুর খুনিদের গ্রেপ্তারের দাবিতে ইতোমধ্যে সোচ্চার পুরো দেশ। সোশ্যাল মিডিয়ায়ও তা আলোচনার ঝড় তুলেছে।