Tue. Sep 16th, 2025
Advertisements

12kখোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : নিজেকে চাষাভুষা পরিচয় দিয়ে দুই মন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার রায় প্রসঙ্গ এড়ালেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। প্রধান বিচারপতি এবং বিচারাধীন বিষয়ে বিরূপ মন্তব্যের জন্য খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে রবিবার ৫০ হাজার করে জরিমানা করেছেন সুপ্রিম কোর্ট। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে কৃষিমন্ত্রী বলেন, আমি চাষাভুষা মানুষ, আইন-আদালত বুঝি না। রবিবার সকালে সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন মন্ত্রী মতিয়া চৌধুরী।
আদালত প্রসঙ্গে মন্তব্যের দায় মন্ত্রীদের ব্যক্তিগত- এমনই বোঝালেন যেন ইঙ্গিতে। তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। সরকার বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আদালত নিয়ে, আইনের শাসন নিয়ে কিছু বলা হয়নি। কোর্ট সম্পর্কে কোনো কথা বলা ঠিক না, কোনোদিন বলি নাই, এখনো বলতে চাই না। আদালতের রায়ের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলতে চাই না।
সুপ্রিম কোর্ট দুই মন্ত্রীকে সাত দিনের মধ্যে জরিমানার টাকা ইসলামিয়া চক্ষু হাসপাতাল ও লিভার ফাউন্ডেশনকে দেওয়ার নির্দেশ দিয়েছেন। জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে তাদের। সাংবাদিকরা বারবার প্রশ্ন করলে মন্ত্রী হেসে বলেন, আমরা আউশ চাষিদের প্রণোদনার খবর জানাতে এ সংবাদ সম্মেলন ডেকেছি। এখন আইন-আদালত প্রসঙ্গে কথা বললে আপনারা সেটাই নিউজ করবেন। তাই সেদিকে আমি যাবো না।