খোলা বাজার২৪, রোববার, ২৭ মার্চ ২০১৬ : সুরক্ষিত এলাকা সেনানিবাসে কলেজছাত্রী সোহাগী জাহান তনুকে ‘ধর্ষণ’ ও খুনের ঘটনা এখন ফিরছে মানুষের মুখে মুখে; পাঁচদিন পার হওয়ার পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় ‘বিচার হবে তো?’ এ প্রশ্নও করছেন অনেকে।
এই ঘটনার বিচার দাবিতে রোববার গণজাগরণ মঞ্চের ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী রোডমার্চের যাত্রাপথে মানুষের এই প্রতিক্রিয়া পাওয়া গেছে।
চায়ের আড্ডায় কিংবা ছোট জটলায় সাধারণ মানুষের আলোচনার বিষয় এখন তনু হত্যা; স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমিক-মজুর আর অশীতিপর বৃদ্ধ অধিকাংশের মনে আছে এক ধরনের উৎকণ্ঠা।
ক্যান্টনমেন্টের মধ্যে এমন ঘটনায় হতবাক কেউ কেউ; তাদের প্রশ্ন- ‘কীভাবে ঘটল এমন নৃশংস ঘটনা?’
চান্দিনা বাসস্ট্যান্ডে আবদুর রউফের চা দোকানের সামনে চার-পাঁচজনের ছোট জটলা। গণজাগরণ মঞ্চের রোডমার্চের গাড়িবহর সেখানে পৌঁছানোর পর দোকানি তাদের একজনের কাছে যখন জানতে চান, কিসের গাড়ি এগুলো।
তখন পাশ থেকে একজন তনুর বিষয়টি জানান। সেই জটলায় থাকা ক্ষুদ্র ব্যবসায়ী আসলামুল হক বলছিলেন, “৪৫ বছর আগের ঘটনার বিচার হইছে, এই খুনের বিচার অইবো না ক্যান? ইচ্ছা করলেই বের করে ফেলা সম্ভব।”
পরে তিনি বলেন, “আমরা কুমিল্লাবাসী চাই দোষী যেই হোক, তাদের খুঁজে বের করা হোক।”
অন্যদিকে এ ঘটনার তদন্তে অগ্রগতি দৃশ্যমান না হওয়ায় বিচার নিয়ে সন্দিহান নারায়ণগঞ্জের ইসমাইল হোসেন।
ঢাকা-চট্টগ্রাম সড়কের পাশে রোডমার্চের পথসভা পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “বাহিরে অনেক ঘটনাই তো ঘটে, কিন্তু ক্যান্টনমেন্টের এতো নিরাপত্তার মধ্যে হইলে সেটা মেনে নেওয়া কষ্টকর।”
রোববার সকাল ১০টার দিকে শাহবাগ থেকে তনু হত্যার বিচার দাবির স্লোগান দিয়ে কুমিল্লা অভিমুখে যাত্রা করে গণজাগরণ মঞ্চের গাড়িবহর। পথে কয়েকটি পথসভা ও গণসংযোগ কর্মসূচি শেষে কুমিল্লার টাউন হল এলাকায় গিয়ে এই যাত্রা শেষ হওয়ার কথা।
ছয়টি বাসে মঞ্চের নেতাকর্মীরা রোডমার্চে অংশ নিয়েছেন। সামনে একটি পিকআপ ভ্যানে চলছে কর্মীদের সাংস্কৃতিক পরিবেশনা ও স্লোগান।
বিকাল ৩টা পর্যন্ত চলতিপথে চিটাগাং রোড, কাঁচপুর, দাউদকান্দির গৌরীপুর, চান্দিনার মাধাইয়া ও চান্দিনা বাসস্ট্যান্ডে পাঁচটি পথসভা করেন রোডমার্চে অংশগ্রহণকারীরা।
এ সময় উপস্থিত অনেকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। পথসভাগুলো থেকে স্লোগান উঠে, ‘আমরা তনুর বোন-ভাই, তনু হত্যার বিচার চাই’।
চিটাগাং রোডের পথসভায় স্কুল-কলেজের পোশাকে কিছু শিক্ষার্থীকে অংশ নিতে দেখা যায়।
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “সারাদেশ আজ তনু হত্যার বিচার দাবিতে সোচ্চার হয়েছে। এই হত্যার বিচার দাবিতে কুমিল্লার সাধারণ মানুষের যে আন্দোলন তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা এবং আড়াল করার চেষ্টা করা হচ্ছে।”
“এই রোডমার্চের মাধ্যমে আমরা কুমিল্লার মানুষের সঙ্গে সংহতি জ্ঞাপন করে তাদের কাছে সারাদেশে আন্দোলনের বার্তা নিয়ে যেতে চাই। আমরা জানিয়ে দিতে চাই, খুনী-ধর্ষকরা যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।