খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৯ মার্চ ২০১৬ : মিসরের যাত্রীবাহী একটি বিমান ছিনতাই হয়েছে। বিমানটিকে সাইপ্রাসের লারনাকা বিমানবন্দরে অবতরণে বাধ্য করা হয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিমানটিতে ৮১ জন যাত্রী ছিল। মিসরের আলেকজান্দ্রিয়া থেকে কায়রো যাওয়ার পথে বিমানটি ছিনতাই হয়।
ইজিপ্ট এয়ারের পক্ষ থেকে জানানো হয়, অন্তত একজন ছিনতাইকারী এ ঘটনা ঘটিয়েছে। সে যাত্রীবেশে ছিল। শরীরে তার আত্মঘাতী বেল্ট বাধা আছে বলে দাবি করেছে সে। ক্রুদের সাইপ্রাসের দিকে বিমানটিকে নিয়ে যেতে নির্দেশ দেয় ছিনতাইকারী।
সাইপ্রাসের পুলিশ বলছে, বিমানটি অবতরণ করেছে। ছিনতাইকারীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো দাবি আসেনি।
লারনাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। নির্ধারিত ফ্লাইটগুলো অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে।