Fri. Sep 19th, 2025
Advertisements

5খোলা বাজার২৪, সোমবার, ৪ এপ্রিল ২০১৬: কুমিল্লায় ইউপি নির্বাচনে সহিংসতায় আহত মো. মুক্তার হোসেন খোকন (৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে ধানমন্ডি জেনারেল ও কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
মুক্তার হোসেন খোকনের বাড়ি কুমিল্লা জেলার ধর্মপুরে। তিনি স্থানীয় একটি টেইলার্সে কাটিং মাস্টার হিসেবে কাজ করতেন।
খোকনের আত্মীয় আনোয়ার হোসেন জানান, ৩১ মার্চ সকালে সদর থানাধীন বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষের মাঝে পড়ে মুক্তার হোসেন আহত হন।