খোলা বাজার২৪,বুধবার, ৬ এপ্রিল ২০১৬: নারী হত্যা, ধর্ষণ এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ করতে নারী-পুরুষ সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার দুপুরে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে বিভাগীয় পর্যায়ে জয়িতাদের স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী চুমকি বলেন, নারীরা পুরুষের জায়গা দখল করতে চায় না। পুরুষের পাশাপাশি থাকতে চায়। প্রাপ্য অধিকার ও মর্যাদা চায়।
দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে পুরুষের পাশাপাশি নারীরও সমানতালে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক সমৃদ্ধিতে নারীর অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। নারীরাও এগিয়ে যাচ্ছে। এখন সবখানেই নারীর অগ্রযাত্রা। ষড়যন্ত্র করে কেউ এই অগ্রযাত্রাকে দমাতে পারবে না। আমরা বড় একটি যুদ্ধে অংশগ্রহণ করেছি। সেটা হচ্ছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার যুদ্ধ।
অনুষ্ঠানে রংপুর বিভাগের ৮ জেলা থেকে প্রাপ্ত ৪০ জন নারীর মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জন শ্রেষ্ঠ জয়িতা নারী নির্বাচিত করা হয়। অথনৈতিকভাবে সাফল্য অর্জনকারী রংপুরের সারতা রানী সাহা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফল নারী হোসনে আরা, সফল জননী রহিমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী দিনাজপুরের দোয়েলী বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী কুড়িগ্রামের সাইদা ইয়াসমীনকে জয়িতা স্বীকৃতিসহ সম্মাননা প্রদান করা হয়।
মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে ও রংপুর বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন – সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ প্রমুখ।