Sat. Mar 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, শুক্রবার, ৮ এপ্রিল ২০১৬: ক’দিন আগেই ভারত থেকে ফিরেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। কন্ডিশন, মাঠ কোনোটাই আর এখন মুস্তাফিজুর রহমানের অজানা নয়। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন এবারই প্রথম, নিঃসন্দেহে নতুন এক অভিজ্ঞতাই হতে যাচ্ছে বাঁহাতি এই পেসারের। বৃহস্পতিবার আইপিএলে নিজের দল সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথমবারের মত অনুশীলনে নামলেন মুস্তাফিজ। এর আগে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুস্তাফিজের হাতে তুলে দেয়া সানরাইজার্স হায়দারাবাদের নতুন জার্সি। ৯০ নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন মুস্তাফিজ।
অনুশীলনে হালকা ব্যায়াম দিয়ে শুরু করলে পরবর্তীতে নেটে অনেকক্ষন বোলিং করেন মুস্তাফিজ। এর পাশাপাশি সতীর্থ ট্রেন্ট বোল্টের সাথেও খোশ গল্পে মেতে উঠতে দেখা যায় মুস্তাফিজকে।
আগামী নয় এপ্রিল (শনিবার) উদ্বোধনী ম্যাচে দিল্লী ডেয়ারডেভিলসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। আর ১২ এপ্রিল (মঙ্গলবার) গেইল-কোহলিদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ।