Fri. Sep 19th, 2025
Advertisements

22 খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০১৬: জালিয়াতির মাধ্যমে পৌনে সাত কোটি টাকা আত্মসাতের দায়ে এ বি ব্যাংকের এক কর্মকর্তা ও তার স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আত্মসাত করা অর্থের সমপরিমাণ টাকা তাদের জরিমানা হিসেবে দিতে হবে।
মঙ্গলবার ঢাকার ১১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জালালউদ্দিন আহমদ চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- এ বি ব্যাংকের প্রগতি সরণী শাখার ঋণ প্রশাসন বিভাগের কর্মকর্তা শিবলী সাদিক চৌধুরী ও তার স্ত্রী কামরুন্নেসা চৌধুরী।
অপরাধ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামি শাহানাজ পারভীন ও জামাল আবদুন নাসেরকে আদালত খালাস দিয়েছে।
এ আদালতের পেশকার ইমরুল ইসলাম জানান, শাহনাজ ছাড়া বাকি তিনজনই রায় দেওয়ার সময় পলাতক ছিলেন।
এ বি ব্যাংকের জ্যেষ্ঠ সহকারী ভাইস-প্রেসিডেন্ট সাদিকুর রহমান ২০১২ সালের ৮ অগাস্ট রাজধানীর ভাটারা থানায় এ মামলা করেন।
তার অভিযোগ ছিল, গ্রাহকের অনুকূলে ২৪টি অ-মঞ্জুরিকৃত অনুমোদনহীণ ঋণ সৃষ্টি করে একটি হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে ছয় কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ২০০ টাকা আত্মসাত করেছেন আসামিরা।
খালাস পাওয়া দুই জনই ব্যাংকের ওই শাখার গ্রাহক। তাদের মধ্যে নাসের সাজার আদেশ পাওয়া শিবলীর শ্যালক।
এ মামলার বিচারে আদালত রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষীর জবানবন্দি শুনেছে বলে ইমরুল ইসলাম জানান।