Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: দীপ্ত টিভিতে প্রতি শনি থেকে বৃহস্পতিবার সপ্তাহে ছয়দিন রাত ৭টা ৩০মিনিটে প্রচার হচ্ছে বিদেশী ধারাবাহিক ‘সুলতান সুলেমান’। ১৯ এপ্রিল প্রচারিত হবে এই ধারাবাহিকের ৬০তম পর্ব। প্রায় সাতশ বছর ধরে তুরষ্কের অটোম্যান সাম্রারাজ্যের রাজত্ব ছিল পৃথিবী জুড়ে।
এই সাম্রারাজ্যের স্বর্ণযুগ ছিল সুলতান সুলেমানের নেতৃত্বে ষোড়শ থেকে সপ্তাদশ শতাব্দী। ক্ষমতার টানাপোড়েনে অটোম্যান সাম্রারাজ্যের ষড়যন্ত্রে, গুপ্তহত্যা, ভাই হত্যা, সন্তান হত্যা এবং দাসপ্রথার অন্তরালে কাহিনী নিয়ে র্নিমিত এই মেগা-সিরিয়াল।
এখানে জীবন্ত হয়ে উঠেছে সুলতানকে প্রেমের জালে আবদ্ধ করে, এক সাধারণ দাসীর সাম্রারাজ্ঞী হয়ে উঠার কাহিনী। যার প্রতিদ্বন্দী ছিল সুলেমানের প্রথম প্রেম মাহিদেভ্রান সুলতান, সুলেমানের মা আয়েশা হাফসা সুলতানা, সুলতানের বাল্যবন্ধু এবং পরবর্তীতে সাম্রারাজ্যের প্রধান উজির ইব্রাহিম পাশা।