খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: পূর্ব আফগানিস্তানে সন্দেহভাজন এক আল-কায়েদা সদস্যকে ধরার জন্য যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ অভিযানে তিন শিশুসহ নিহত হয়েছেন ১২ জন। রোববার এক সংবাদে এ তথ্য জানায় ফক্স নিউজ।
গত শুক্রবারের আগে পূর্ব লোগার প্রদেশের এক দুর্ঘটনার প্রতিবেদন যাচাই করে ওয়াল স্ট্রিট জার্নাল। ওই প্রতিবেদনে বলা হয়, অভিযানটি জোটবদ্ধভাবে চালানো হয়েছে যেখানে একপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্রকে নির্দেশ করা হয়েছে। তবে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ হামলায় অংশ নিয়েছিলেন কিনা সে বিষয়ে উল্লেখ করা হয়নি।
তবে যুক্তরাষ্ট্রের সম্মিলিত সামরিক জোটের এক সদস্য বলেছেন, ওই অভিযানটি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যৌথভাবে পরিচালনা করে। তবে এ কথা অস্বীকার করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রতিবেদনে বলা হয়, আল-কায়েদার সন্দেহভাজন সদস্য আবু আবদুল্লাহকে ধরার জন্য ওই অভিযান পরিচালনা করা হয়। খারওয়ার জেলার ওই অভিযানে অস্ত্র, মোবাইল ফোন এবং জাল পাসপোর্ট উদ্ধার করা হয়।