Sun. Sep 21st, 2025
Advertisements

42খোলা বাজার২৪, রবিবার, ১৭ এপ্রিল ২০১৬: বিশ্বের তিন কোটি ৯০ লাখের বেশি মানুষ কোনোনা কোনোভাবে অন্ধ। এর মধ্যে সিংহভাগ মানুষই নিম্ন আয়ের কোনো দেশের। এসব মানুষের ৮০ শতাংশের ক্ষেত্রে অন্ধত্ব নিরাময়যোগ্য। কিন্তু চোখ পরীক্ষা ও চিকিৎসার অভাবে এটি সম্ভব হয় না। তবে এই সমস্যা দূর করবে স্মার্টফোন অ্যাপ ‘পিক’।
সিনএন জানায়, লন্ডনের চক্ষুবিশেষজ্ঞ অ্যান্ড্রু বাস্টারোয়াস কেনিয়া ও আফ্রিকার দরিদ্র দেশে চোখের চিকিৎসার সুবিধার জন্য পিক নামে অ্যাপের পরিকল্পনা করেন। এখনো অ্যাপ ও এর সঙ্গে ব্যবহার উপযোগী যন্ত্রাংশ তৈরির গবেষণা ও পরীক্ষামূলক ব্যবহার চলছে। জানা গেছে, পিক তৈরিতে ব্রিটেনের রানির তহবিল থেকে শুরু করে ব্যক্তিগত সহায়তাও নেওয়া হয়েছে।
দরিদ্র আফ্রিকায় স্মার্টফোন অ্যাপে চোখ পরীক্ষার অ্যাপ তৈরির কারণ হিসেবে গবেষকরা বলেন, আফ্রিকার পানির চেয়েও সহজলভ্য হলো স্মার্টফোন। আর প্রচলিত ভারী যন্ত্রের চেয়ে স্মার্টফোন সহজেই বহনযোগ্য।
পিকের ব্যবহার সম্পর্কে গবেষকরা বলেন, এই অ্যাপে কোনো বর্ণ বিভিন্নভাবে প্রদর্শিত হয়। এর মাধ্যমে কারো চোখের অবস্থা জানা যায়। আবার স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে তোলা ছবি থেকেও পরীক্ষা করে চোখের অবস্থা জানা যায়।
অ্যান্ড্রু এরই মধ্যে লন্ডনের সবকিছু বিক্রি করে অস্থায়ী হাসপাতালের মাধ্যমে চোখের চিকিৎসা করতে আফ্রিকা চলে গেছেন। অ্যান্ডু ও সহকর্মীরা এরই মধ্যে তাঁদের তৈরি চক্ষু পরীক্ষার যন্ত্র দিয়ে মাত্র নয়দিনে ২১ হাজার কেনীয় শিশুর চোখ পরীক্ষা করেছেন। এখন তিন লাখ অপর কেনীয়র চক্ষু পরীক্ষা করতে যাচ্ছেন।