খোলা বাজার২৪, সোমবার, ১৮ এপ্রিল ২০১৬: মার্কিন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এপিক সিস্টেমসের একটি স্বাস্থ্যবিষয়ক সফটওয়্যার চুরির দায়ে ভারতীয় সফটওয়্যার নির্মাতা টাটা কনসালট্যান্সি সার্ভিসেসকে (টিসিএস) ৯৪ কোটি মার্কিন ডলার জরিমানা করেছেন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ফেডারেল জুরি। গত শুক্রবার আদালত এ রায় দেন।
আদালতের এই রায়ের বিপক্ষে এক মাসের মধ্যে আপিল করার সুযোগ পাবে ভারতীয় প্রতিষ্ঠানটি। টিসিএস জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
টিসিএসের ভাষ্য, এপিক সিস্টেমসের ইউজার ওয়েব পোর্টাল থেকে যে ডকুমেন্ট তারা ডাউনলোড করেছিল, তার কোনো অপব্যবহার বা তা থেকে কোনো সুবিধা নেয়নি তারা। এ রায় টিসিএসের চতুর্থ প্রান্তিকের আয়ের ওপর কোনো প্রভাব ফেলবে না । সোমবার টিসিএসের চতুর্থ প্রান্তিকের রায় প্রকাশিত হবে।
এপিক সিস্টেমস অভিযোগ করেছে, তারা স্বাস্থ্যবিষয়ক প্রতিষ্ঠানগুলোর বিল তৈরি, ইনস্যুরেন্স ও রেফারেল সেবা নিয়ে যে সফটওয়্যার তারা তৈরি করেছে, সেখান থেকে গোপন তথ্য ও ডকুমেন্ট চুরি করেছে টিসিএস। যুক্তরাষ্ট্রের কায়সার পারমানেন্টে নামের একটি প্রতিষ্ঠানের হয়ে টিসিএসের এক কর্মকর্তা পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। তিনি এপিক সিস্টেমসের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি পরীক্ষা করে দেখার নামে অবৈধভাবে ডাউনলোড করে প্রতিদ্বন্দ্বী একটি সফটওয়্যার তৈরিতে সহায়তা করেন। টিসিএসের ওই সফটওয়্যারটির নাম ‘মেড মন্ত্র’। ২০০৯ সালে ভারতের অ্যাপোলো হাসপাতালে ওই সফটওয়্যারটি চালু করে টিসিএস।
এপিক সিস্টেমসের দাবি, যুক্তরাষ্ট্রের বাইরের একটি আইপি ঠিকানা ব্যবহার করে ৬ হাজার ৪৭৭টি ডকুমেন্ট, ১ হাজার ৬৮৭টি ফাইল ডাউনলোড করা হয়।