খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : সিরাজগঞ্জের রায়গঞ্জে ধানের চাতালের বয়লার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন।
বুধবার সকাল ৭টার দিকে উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের রামেশ্বরগাঁতি গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস জানান।
নিহতরা হলেন- রামেশ্বরগাঁতি গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (২৫) ও আলতাফ হোসেনের ছেলে নাজির হোসেন (২৪)। ওই এলাকার নুরুল ইসলামের চাতালে কাজ করতেন তারা।
আহত ইউসুফ আলী, লুৎফর রহমান ও ফয়সালকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, নুরুলের চাতালে ১০/১২ দিন আগে একটি নতুন বয়লারের চুলা বসানো হয়। চুলার নিচের অংশ সম্পূর্ণ শুকানোর আগেই এতে কাজ শুরুর তাগিদ দেন মালিক।
“সকালে চুলায় আগুন দেওয়া হলে বয়লারটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই ইদ্রিস ও নাজির নিহত হন।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের স্বজনরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।