Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গেলবারের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকে খেলবেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাব্বির রহমান। এর আগের মৌসুমে কলাবাগান ক্রিকেট একাডেমির হয়ে খেলা সাব্বিরের পারফরম্যান্স ছিলো বেশ ধারাবাহিক। ১১ ম্যাচে তিন ফিফটিতে ৩৮.২২ গড়ে করেছিলেন ৪২১ রান। লিগে সর্বোচ্চ স্ট্রাইট রেটও (১০১.৬৯) ছিল সাব্বিরের।
জাতীয় দলের হয়ে ওয়ানডেতেও সাম্প্রতিক সময়ে বেশ ধারাবাহিক ডানহাতি এই ব্যাটসম্যান। গেল লিগের পারফরম্যান্স আর সাম্প্রতিক ধারাবাহিকতা ধরে রেখে এবারের প্রিমিয়ার লিগে শতভাগ উজাড় করে দিতে চান সাব্বির। চান দলের হয়ে শিরোপা জিততেও।
বললেন, ‘গতবার প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন হয়েছে। তো অবশ্যই চ্যাম্পিয়নশিপের জন্য এবার লড়াই করবো। ম্যাচ বাই ম্যাচ খেলবো। যতটা পারা যায় জেতার জন্যই খেলবো। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।’
প্রাইম ব্যাংকের আইকন ক্রিকেটার হওয়ায় দায়িত্বটা এবার একটু বেশিই থাকবে সাব্বিরের উপর। তবে দলকে শিরোপা জেতাতে নিজের সর্বোচ্চটুকু দিতে প্রস্তুত মারকুটে এই ব্যাটসম্যান। জানালেন তার চেষ্টাও থাকবে শতভাগ।
বললেন, ‘আমি যে টিমেই খেলি না কেন, আমার সবসময় চেষ্টা থাকে শতভাগ দেওয়ার। এই দলেও চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার। আমি যেহেতু আইকন প্লেয়ার তাই চেষ্টা করবো শতভাগ দেওয়ার জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা।’
প্রাইম ব্যাংকে সাব্বির ছাড়াও আছেন রুবেল হোসেন, নুরুল হাসান, শুভাগত হোম, তাইবুর পারভেজ, মেহেদি মারুফের মতো ক্রিকেটার। তাই দল হিসেবে প্রাইম ব্যাংককে বেশ ব্যালান্স মনে করছেন ডানহাতি এই ব্যাটসম্যান।
বললেন, ‘সোহান আছে, শুভাগত আছে, রুবেল আছে। একটা বিদেশি প্লেয়ারও আসবে দলে। তো, আমাদের টিমটা বেশ ব্যালেন্স হয়েছে বলে আমি মনে করি।’
প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের উদ্বোধনী দিনেই (২২ এপ্রিল, শুক্রবার) মাঠে নামবে প্রাইম ব্যাংক। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স।