খোলা বাজার২৪, বুধবার, ২০ এপ্রিল ২০১৬ : নেইমার বার্সেলোনা ছাড়ছেন- এমন গুঞ্জন চলছে গত কয়েক মাস ধরেই। তারমধ্যে নেইমারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে এখনো দুই পক্ষ মতৈক্যে না পৌঁছানোয় গুঞ্জনটা সম্প্রতি আরো জোরালো হয়েছে। তবে বার্সেলোনার সহ-সভাপতি জরদি মেস্ত্রে বললেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছাই তাদের নেই।
সম্প্রতি বার্সেলোনার হয়ে সময়টা মোটেই ভালো যাচ্ছে না নেইমারের। যদিও ক্লাবেরই সময়টা ভালো কাটছে না। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ ম্যাচে জয়ের মুখ দেখেনি বার্সা। এর মধ্যে হেরেছে চারটিতেই।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে পড়েছে বার্সা। কিছুদিন আগে অনেকটা ‘নিশ্চিত’ হয়ে যাওয়া লিগ শিরোপাটাও এখন হুমকির মুখে। শেষ পাঁচ ম্যাচে আবার নেইমার কোনো গোল পাননি। সর্বশেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডারকে থাপ্পড় মেরে বিতর্কিতও হয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমারের সঙ্গে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষ মতৈক্যে না পৌঁছানোর ব্যাপারটি তো আছেই। ব্রাজিল জাতীয় দলের সঙ্গে ক্লাবের একটা ‘যুদ্ধ’ও চলছে!
ঘরের মাঠে অনুষ্ঠেয় অলিম্পিক ফুটবলের পাশাপাশি শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ কোপা আমেরিকা আসরের জন্যও নেইমারকে চায় ব্রাজিল। কিন্তু নেইমারকে শুধু একটি টুর্নামেন্টের জন্য ছাড়তে চায় বার্সা। নেইমারের বার্সেলোনা ছাড়ার গুঞ্জনটা তাই ক্রমেই ঘনীভূত হচ্ছে। তবে নেইমারের ন্যু ক্যাম্প ছাড়ার সম্ভাবনা নেই বলেই জানালেন বার্সা সহ-সভাপতি মেস্ত্রে।
নেইমারের বার্সেলোনা ছাড়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নে মেস্ত্রে বার্সা টিভিকে বলেন, ‘নিশ্চিতভাবে না। আমি এটা অনেকবার বলেছি।’ এর পরেই তিনি যোগ করেন, ‘আমরা নেইমারকে নিয়ে খুশি এবং সে বিক্রির জন্য নয়।’
মেস্ত্রে আরো বলেন, ‘মেসি এবং অন্যদের সঙ্গে ভালো ফুটবল খেলতে এবং শিরোপা জিততে চেয়েছিল বলে সে এখানে এসেছিল। তার দারুণ একটি মৌসুম কাটছে। সময় এলেই সে চুক্তি নবায়ন করবে। তার চুক্তির মেয়াদ এখনো আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্লাব কিভাবে তার সঙ্গে আছে এবং সে কিভাবে ক্লাবের সঙ্গে আছে।’
নেইমার ন্যু ক্যাম্পেই সুখে আছেন বলে মনে করেন মেস্ত্রে। নতুন চুক্তির বিষয়ে দ্রুতই দুই পক্ষ ঐক্যমতে পৌঁছাবে বলেও জানালেন বার্সা সহ-সভাপতি, ‘তাকে সুখী মনে হচ্ছে এবং শহরের সঙ্গে মানিয়ে নিয়েছে সে। দলের প্রতি সে বিশ্বস্ত। আমি নিশ্চিত, আমরা একটা ঐক্যমতে পৌঁছাব।’