Wed. Mar 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

12খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এক নামে পরিচিত। ধূসর টি-শার্ট আর জিন্সের চিরচেনা পোশাকে থাকেন তিনি। কিন্তু আজকের জাকারবার্গ আর এক দশক আগের জাকারবার্গের মধ্যে ব্যাপক পার্থক্য। যেমন এখনকার জাকারবার্গ কোনো সাক্ষাৎকার দিতে গেলে বেশ পরিপাটি হয়ে গুছিয়ে তাঁর পরিকল্পনার কথা বলেন। দাতব্য কাজ, তৃতীয় বিশ্বের ইন্টারনেট সংযোগের বাইরে থাকা মানুষগুলোকে ইন্টারনেট সুবিধার আওতায় আনার মতো নানা বিষয় থাকে তাঁর কথায়। মেয়ে ম্যাক্সের জন্ম উপলক্ষে ৯৯ শতাংশ সম্পত্তি দাতব্য কাজে খরচ করার ঘোষণা দিয়েছেন তিনি।

কিন্তু ২০০৫ সালে ফেসবুকের শুরুর দিকটাতে কেমন ছিলেন জাকারবার্গ? সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে বিনিয়োগকারী সেমিল শাহ ২০০৫ সালে জাকারবার্গের এক সাক্ষাৎকার পোস্ট করেছেন। ওই সাক্ষাৎকার দেওয়ার সময় জাকারবার্গের গায়ে ছিল টি-শার্ট আর জিম শটস। হাতে বিয়ারের কাপ।
ওই সাক্ষাৎকারের সময় জাকারবার্গকে দেখতে মোটেও এখনকার জাকারবার্গ বলে মনে হয় না। ওই সময় জাকারবার্গ তাঁর ফেসবুক ডটকমকে পরিচয় করিয়ে দেন কলেজগুলোর জন্য অনলাইন ডিরেক্টরি হিসেবে। তাঁর পরিকল্পনা সম্পর্কে বলেন, ১৫০ টি ক্যাম্পাসে ফেসবুককে ছড়িয়ে দিতে চান তিনি।
আজ ফেসবুক সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বিশ্বের ১৬০ কোটি ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করছেন। আর সম্পদের দিক থেকে বিশ্বের ষষ্ঠ সম্পদশালী ব্যক্তিতে পরিণত হয়েছেন সেদিনের সেই জাকারবার্গ।