খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: শরীর সুস্থ রাখতে অনেকেই আমরা জগিং করে থাকি। জগিং অর্থাৎ ব্যায়ামের জন্য দৌড়ানোর ক্ষেত্রে যে আরামদায়ক জুতা (কেডস্) আমরা পড়ি, নিশ্চয়ই খেয়াল করেছেন যে, সেই জুতার ওপরে ছোট ২টা অতিরিক্ত ছিদ্র থাকে।
জুতার ফিতার ওপরের দিকে থাকা ওই ২টা ছিদ্র আমরা কতজন কাজে লাগাই? হয়তো অনেকে জানি না, তাই ওই ছিদ্র ২টা ব্যবহার করি না।
এই ২টা ছিদ্র কিন্তু ডিজাইন হিসেবে রাখা হয়নি বা বায়ু চলাচলের জন্যও রাখা হয়নি। খুবই গুরুত্বপূর্ণ একটা উদ্দেশ্যে রাখা হয়েছে।
এই ছিদ্র ২টা রাখার উদ্দেশ্য হচ্ছে, এর সাহায্যে যাতে আপনি ‘হিল লক’ বা ‘লেস লক’ করতে পারেন। জগিংয়ের ক্ষেত্রে অনেক সময়ই দেখা যায়, পায়ে ফোসকা পড়ে যায়। সুতরাং পায়ে যাতে ফোসকা না পড়ে সেজন্য এই দুইটা অতিরিক্ত ছিদ্র দিয়ে জুতার ফিতা বাঁধা হলে, জুতা অনেক মাপমতো পায়ে ফিট থাকে, যা ফোসকা রোধ নিশ্চিত করে। ফলে খুব স্বাচ্ছন্দে জগিং করা যায়।