খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সাথে সাংবাদিক শফিক রেহমানের সম্পৃক্ত না থাকার নথিপত্রগুলো ডকুমেন্ট আকারে প্রকাশ করবে বিএনপি।
আর এজন্য কয়েক দিনের মধ্যেই হাইপ্রোফাইল ব্রিফ করবে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেছেন, বিএনপির শীর্ষ পর্যায় থেকে খুব শিগগির একটি সংবাদ সম্মেলন ডাকা হবে। ওই সংবাদ সম্মেলনে জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের সাথে সাংবাদিক শফিক রেহমানের সম্পৃক্ত না থাকার পূণাঙ্গ ব্যাখা দেবে বিএনপি।
‘সংবাদ সম্মেলনের জন্য নির্দিষ্ট সময় ও তারিখ নির্ধারিত হয়েছে কি না’- জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, সংবাদ সম্মেলনটি যেকোন সময় হতে পারে। তাই বিষয়টি সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।