Mon. Mar 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48 খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০১৬: চাকরিজীবীদের জন্য ভোরে ঘুম থেকে ওঠা একটি রহস্য। গভীর রাত পর্যন্ত জেগে সকালে ঘুম থেকে ওঠা তাদের জন্য দুনিয়ার সবচেয়ে অসম্ভব কাজগুলোর মধ্যে একটি। তার ওপর সকালের ঘুমটি এমন আশির্বাদের মতো চোখ জুড়ে বসে যে, একটু ঘুমও তখন মহামূল্যবান। মোবাইলের অ্যালার্ম তখন কোনও কাজেই আসে না। স্নুজ বাটনে ক্লিক করেই আরও ৫ মিনিট বিছানার সঙ্গে লেগে থাকার আকুতি আছে সবার।
ইতোপূর্বে আমরা আলোচনা করেছিলাম এমন একটি অ্যান্ড্রোয়েড অ্যাপ্লিকেশন নিয়ে যেটি একবার বাজলে আপনাকে অনেক জোরে ঝাঁকি দিয়ে বন্ধ করতে হয়। এতে আপনার ঘুম চলে যায়। ওয়েক অ্যান্ড শেক অ্যাপ্লিকেশনের কথাই বলছি। তার পরেও অনেকেই আছেন যারা ঠিকই ঝাঁকিয়ে বন্ধ করে আবার ঘুমিয়ে পড়বেন।
সেই সুযোগও এখন আর থাকছে না। পেভলক নামে একটি টেকনোলজি কোম্পানি নিয়ে আসছে একটি হাত ঘড়ি। যেটার কাজই হবে আপনাকে ঘুম থেকে জাগানো। আপনি যদি অল্পতে না জাগেন তাহলে আপনাকে বৈদ্যুতিক শক দেবে এই ঘড়ি।
নির্মাতাদের ধারণা, এই ঘড়িটি ব্যবহারের ফলে আপনি সকাল সকাল ঘুমিয়ে পড়ে সক্কালেতেই জেগে উঠতে পারবেন।
যেভাবে কাজ করবে এই ঘড়ি
আপনার যখন ঘুম থেকে ওঠার দরকার হবে সেই সময়টি আপনি সেট করে নিন। এরপর ঘড়িটি পরে আপনি ঘুমিয়ে পড়ুন। আপনার জেগে ওঠার সময় হলে প্রথমে এটি খুবই আস্তে একটি ভাইভ্রেশন সৃষ্টি করবে। এতে কাজ না হলে, ভাইব্রেশনের তীব্রতা বাড়বে এবং একটি তীক্ষè শব্দ সৃষ্টি করবে। তাতেও যদি কাজ না হয় তাহলে আপনাকে ছোট মাপের বৈদ্যুতিক শক দেবে এই ঘড়ি। ঘুম থেকে না উঠে আপনি আর যান কই?
ঘড়িটি বাজারে আসবে চলতি বছরের সেপ্টেম্বরে, দাম হবে ৯৯ ডলার।