Mon. Sep 22nd, 2025
Advertisements

10খোলা বাজার২৪,শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬: ইনিংসের চতুর্থ ওভারে তাঁর হাতে বল তুলে দিলেন ডেভিড ওয়ার্নার। নিজের প্রথম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান দিলেন মাত্র ২ রান। ওই এক ওভারেই শেষ প্রথম স্পেল! এর পর ‘নিয়ম’ মেনে এলেন ১৫তম ওভারে। সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়াক ওয়ার্নার শেষের ওভারগুলোতেই যে কাজে লাগাচ্ছেন মুস্তাফিজের ‘কাটার’।
দ্বিতীয় স্পেলের প্রথম ওভারটা (৯ রান) তুলনামূলক একটু খারাপ হলেও পরের ওভারে ৪ রান দিয়ে তুলে নেন রবীন্দ্র জাদেজার উইকেটটি। শেষ ওভারেও ৪ রান খরচ করা মুস্তাফিজের বোলিং ফিগারটা দাঁড়ায় এমন—৪-০-১৯-১। দুর্দান্ত বোলিংয়ের পর জয়ের হাসি নিয়েও মাঠ ছেড়েছেন মুস্তাফিজ। গুজরাট লায়ন্সের বিপক্ষে তাঁর দল হায়দরাবাদ পেয়েছে ১০ উইকেটে দাপুটে জয়।
সুরেশ রায়না (৫১ বলে ৭৫) ছাড়া আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে না পারায় ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানে শেষ হয় গুজরাটের ইনিংস। জবাবে কোনো উইকেট না হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় হায়দরাবাদ। অধিনায়ক ওয়ার্নার ৪৮ বলে অপরাজিত ছিলেন ৭৪ রানে, আর শিখর ধাওয়ান ৪১ বলে খেলেছেন হার না মানা ৫৩ রানের ইনিংস। তাতে মুস্তাফিজরা পায় টানা দ্বিতীয় জয়, আর গুজরাট মাঠ ছাড়ে প্রথম হারের তিক্ততা নিয়ে। ক্রিকইনফো