খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এবং অভিনেতা শহিদ কাপুরের প্রেম কাহিনি কারো অজানা নয়। তবে দুজনের সম্পর্ক চুকেছে প্রায় এক দশক হলো। বর্তমানে দুজনেই আলাদা সংসার জীবনে থিতু হয়েছেন। কিন্তু তারপরও তাদের নিয়ে গুঞ্জনের শেষ নেই।
সম্প্রতি উড়তা পাঞ্জাব সিনেমার ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কারিনা এবং শহিদ। এ সময় সিনেমার চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের। কেন তারা দুজনের সঙ্গে কথা বলেন না, কেন একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন না তা নিয়ে সবার কৌতূহলের শেষ নেই। এদিকে এ দুই তারকাকে নিয়ে গুঞ্জনে রীতিমতো অবাক হচ্ছেন কারিনা। তিনি মনে করেন, সাবেক প্রেমিকের সঙ্গে কাজ করতে কোনো সমস্যা নেই তার।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কারিনা কাপুর বলেন, ‘আমি মনে করি, যারা একটি সময় প্রেম করেছেন তারা একসঙ্গে সিনেমা করতে পারবেন না এটি সম্পূর্ণ পুরনো চিন্তাধারা। আমরা যারা অভিনয়শিল্পী তারা সবাই পেশাদার। তবে কেন আমরা কাজের মধ্যে আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আসব?’
অভিষেক চৌবে পরিচালিত উড়তা পাঞ্জাব সিনেমায় শহিদ এবং কারিনাকে দেখা গেলেও একসঙ্গে পর্দায় দেখা যাবে না তাদের। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলিয়া ভাট, দিলজিৎ সিংসহ অনেকে।