খোলা বাজার২৪, শনিবার, ২৩ এপ্রিল ২০১৬: সম্প্রতি এক পরিসংখ্যানে দেখা গেছে ডার্ক ওয়েব ‘টর’-এর মাধ্যমে বর্তমানে প্রায় এক মিলিয়ন ব্যবহারকারী ফেসবুক ব্যবহার করছেন। এটি তাদের প্রাইভেসি রক্ষা কিংবা ডিজিটাল ট্রেইল থেকে রক্ষা করে। এতে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখা সম্ভব হয়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।
ডার্ক ওয়েবের মাধ্যমে ফেসবুক ব্যবহার করা হলে ব্যবহারকারীর অবস্থান কিংবা আইপি’র কোনো রেকর্ড ফেসবুকের পক্ষে রাখা সম্ভব হয় না। ফেসবুকের একটি নোটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যালাক মাফেট সম্প্রতি ডার্ক ওয়েবের এ বিষয়টি তুলে ধরেছেন। তিনি জানান, ফেসবুক ব্যবহারকারীদের প্রতি ৩০ দিনের গড় হিসাবে টর ব্যবহারের পরিমাণ এক বছরেরও কম সময়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। এটি বর্তমানে এক মিলিয়ন ছাড়িয়ে গেছে। মাফেট লিখেছেন, ‘এ বৃদ্ধি মূলত মানুষের টর ব্যবহার বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এ ছাড়া এটি ব্যবহারকারীদের যে মূল্য দেয় তারও প্রমাণ।’
তিনি আরও লিখেছেন, ‘আমরা আশা করি তারা নিজেদের মতামত জানানো অব্যাহত রাখবে এবং আমাদের উন্নতির উপায় জানাবে।’ ওনিয়ন রাউটার নেটওয়ার্ক বা টর বর্তমানে ব্যাপক পরিচিতি লাভ করেছে। এটি অনলাইনে ব্যবহারকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে সহায়তা করে। এটি বেশ কয়েকটি এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে ব্যবহারকারীদের তথ্য গোপন রাখে। বিভিন্ন ডার্ক ওয়েব প্রাইভেসি অ্যাক্টিভিস্ট, হ্যাকার ও সাংবাদিকরা ব্যবহার করে।
বিশেষ করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগে গোপনীয়তা রক্ষার জন্যও এটি ব্যবহৃত হয়। ফেসবুক ২০১৪ সালে ডার্ক ওয়েব উন্মুক্ত করে। এ জন্য ওয়েবসাইটে ব্যবহারকারীদের নিরাপদে প্রবেশের সুবিধার্থে একটি স্পেশাল অ্যাড্রেস তৈরি করা হয়। এ বছরের জানুয়ারিতে এ সুবিধা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্যও অন্তর্ভুক্ত করা হয়। তবে আইওএস অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য এ সুবিধা এখনও যোগ করা হয়নি। আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা অবশ্য ওনিওন ব্রাউজার ব্যবহার করে এ সুবিধা পেতে পারে।