Sun. Sep 21st, 2025
Advertisements

4খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬:  গাজীপুুরের কালিয়কৈরে ‘সংকট’ নামের একটি নাটকের দৃশ্যধারণের সময় আহত হয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। গত ২২ এপ্রিল থেকে নির্মাতা সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটিতে আরও অভিনয় করছিলেন আজাদ আবুল কালাম ও রওনক হাসান। বর্তমানে নাটকটির দৃশ্যধারণ বন্ধ। এখন মৌসুমীকে একটি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই ডাক্তার তার হাতে ৬টি সেলাই দিয়েছে। তিনি এখন বিশ্রামে আছেন।
এ বিষয়ে অভিনেতা রওনক হাসান বলেন, ‘আজ সকাল থেকেই আমার ও মৌসুমীর দৃশ্যধারণ চলছিলো। এক পর্যায়ে আমি দৃশ্যের প্রয়োজনে তাকে হাত ধরে টান দেই কিন্ত মৌসুমীর হাতে থাকা চুরি ভেঙ্গে যায় এবং পাশে থাকা একটি বাঁশের আঘাতে তার হাত কেটে যায়। পরে সবাই মিলে এখন তাকে হাসপাতালে নিয়ে এসেছি। তার হাতে ৬টা সেলাই করেছে। মৌসুমী এখন বিশ্রাম নিচ্ছে।’