খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: এক মার্কিন নারীর বুকের দুধ ভর্তি পাত্র আবর্জনা হিসেবে ফেলে দিয়েছেন হিথরো বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। কর্মজীবী এ নারীর ৮ মাস বয়সী সন্তান রয়েছে, এবং শিশুকে বাসায় রেখে আসার কারণে ওই মা তার বুকের দুধ পাত্রে সংরক্ষণ করে রেখেছিলেন। কিন্তু আইনে আছে সর্বোচ্চ ১০০ মিলিমিটার তরল বহন করা যাবে, তাও কর্তৃপক্ষের নির্ধারিত কন্টেইনারে।
তবে সন্তানসহ ভ্রমণ করলে বিষয়টির প্রতি কর্তৃপক্ষ নমনীয় হতে পারত। অপমানিত, ক্ষুব্ধ মা জানান, তার সন্তানের দুই সপ্তাহের খাদ্য নষ্ট করেছে হিথরো কর্তৃপক্ষ। জেসিকা কোকলি মারটিনেজ নামের ওই মার্কিন নারী, প্রচণ্ড কষ্ট ও হতাশা নিয়ে ফেসবুকে ঘটনাটি জানিয়েছেন। প্রায় ১৪ লিটার ‘মায়ের দুধ’ নষ্ট করে ফেলায় তিনি আশংকায় ভুগছেন, আগামী কয়েকদিন কীভাবে তিনি সন্তানের মুখে দুধ দেবেন।
আর যেখানে তিনি একজন কর্মজীবী নারী। জেসিকা ফেসবুকে লিখে জানিয়েছেন, তোমরা আমার সন্তানের মুখের খাবার কেড়ে নিলে। একজন কর্মজীবী মা হিসেবে আমাকে ব্যর্থতার গ্লানি দিয়েছ। সিকিউরিটি অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু যাদের তোমরা রক্ষার দায়িত্ব নিয়েছ, তাদের তোমরা শাস্তি দিতে পারো না।
জেসিকার এই অপমানিত হওয়ার রিপোর্টটি বিবিসি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। উল্লেখ্য ২০০৬ সালে বিমানে তরল বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানোর একটি চক্রান্ত প্রকাশ পাওয়ার পর যাত্রীর সাথে ১০০ মিলি লিটারের বেশি তরল বহন করার নিয়ম বন্ধ। বাকি তরল হোল্ড লাগেজে পাঠানোর নিয়ম করা হয়েছে।