খোলা বাজার২৪, রবিবার, ২৪ এপ্রিল ২০১৬: মানুষের কাজকর্মে সহায়তা করার জন্য সাম্প্রতিক সময়ে রোবট নিয়োগ শুরু হয়েছে। যেমন চীনের বেশ কিছু রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করছে রোবট।
সম্প্রতি চীনের এক ধনাট্য ব্যক্তি আলোচনায় এসেছেন ৮ রোবট সহকারী নিয়ে শপিং করতে যাওয়ার দরুন। শপিংমলে তার হাবভাবে রোবটগুলোকে গৃহকর্মী ও পাহারাদার হিসেবে বুঝিয়েছেন।
চীনের গুয়াংঝোর একটি শপিং মলে ওই ব্যক্তি রোবট নিয়ে রাজকীয় কায়দায় শপিং করেছেন। বিভিন্ন দোকান ঘুরে কেনাকাটা ও খাওয়ার সময় রোবটগুলো তার শপিং ব্যাগ বহনের কাজে ছিল।
চীনের স্থানীয় সংবাদমাধ্যমে এ ছবি প্রকাশ হওয়ার পর ওই ব্যক্তির এই চটকদার কাণ্ডে অহংকারের মাত্রাতিরিক্ত বহি:প্রকাশ হয়েছে বলে, সোশ্যাল সাইটগুলোতে সমালোচনা করা হচ্ছে।
এমনকি সংবাদমাধ্যমগুলোও সরাসরি ওই ব্যক্তিকে ‘তুহাও’ হিসেবে অভিহিত করেছেন। তুহাও শব্দটা চীনে ব্যাঙ্গাত্মক রুপে বলা হয়ে থাকে। অর্থাৎ যারা হঠাৎ ধনী হয়ে গেছেন কিন্তু স্বভাব ছোটলোক টাইপের রয়েছে গেছে,