Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

45খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০১৬: নিউজিল্যান্ডের বাঁ হাতি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টের দাবি, মুস্তাফিজুর রহমানের চেয়ে ভয়ংকর বোলার তিনি। এবারের আইপিএলে প্রথমবার খেলতে গিয়েই ঝড় তুলেছেন বাংলাদেশের বাঁ হাতি ফাস্ট বোলিং বিস্ময় মুস্তাফিজ। আইপিএলের সবচেয়ে আলোচিত খেলোয়াড় তিনি। সানরাইজার্স হায়দ্রাবাদে তারই সতীর্থ বোলার বোল্ট এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
৬ ম্যাচে ৬.১৮ গড়ে মুস্তাফিজের শিকার ৭ উইকেট। কাটার, স্লোয়ার, ইয়র্কার, গতি বৈচিত্র্যে ক্রিকেট বিশ্ব মাত করে ফেলেছেন এই ২০ বছরের যুবা। ২ লাখ ডলারে সানরাইজার্সে খেলছেন মুস্তাফিজ। ৮ লাখ ডলারে বোল্টকে কিনেও বসিয়ে রাখতে হচ্ছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে থেকেও খেলার সুযোপ পাননি ২৬ বছরের বোল্ট। শেষ প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি খেলেছেন এই বছরের ২২ জানুয়ারি।
সানরাইজার্সের বোলিং আক্রমণ নিয়ে বোল্ট যা বললেন তাতে আছে মুস্তাফিজেরই প্রশংসা। তার কথায়, “মুস্তাফিজ বোলিং অ্যাটাক চমৎকারভাবে নেতৃত্ব দিচ্ছে। ভুবনেশ্বর (কুমার) সহায়তা করছে। উইকেট নিতে জানে সে। (আশিস) নেহরাও ভালো। স্বাস্থ্যকর প্রতিযোগিতা চলছে।” প্রশ্ন ছিল মুস্তাফিজ ও তার বোলিংয়ে পার্থক্য কোথায়?
বোল্ট বলেছেন, “আমরা দুজন একেবারে ভিন্ন বোলার। নিজেকে বেশি ভয়ংকর মনে করি আমি। সুইং বোলিংয়ে উইকেট নিতে জানি। সেখানে মুস্তাফিজ তার গতি বৈচিত্র্যে দারুণ নিপুণ। তার ইয়র্কারও অসাধারণ।”