খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬: বরাবরের মতোই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি২০ ক্রিকেটের নবম আসরে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলছেন সাকিব আল হাসান। তবে এবারের আসরে ব্যক্তিগত পারফরম্যান্সে মোটেও দ্যুতি ছড়াতে পারছেন না বাংলাদেশের বিশ্বখ্যাত এই অলরাউন্ডার। ব্যাটিং ও বোলিং; দুই বিভাগেই একের পর এক ব্যর্থতা সঙ্গী হচ্ছে সাকিবের। যার সর্বশেষ চিত্রটি দেখা গেল বৃহস্পতিবার রাতে মুম্বাইয়ের মাঠে।
২০১১ সাল থেকে আইপিএলে খেলে আসছেন সাকিব। তিনি দলে থাকা অবস্থায় দু’বার চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে কেকেআরের ওই দুই শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল সাকিবের। ব্যাটে-বলে আলোকিত ছিলেন তিনি। কিন্তু এবারের আইপিএল আসরে সাকিবের যেন শনির দশা চলছে!
কেকেআর এখন অব্দি মোট ৬ ম্যাচ খেলেছে। এর মধ্যে শুরুর দুই ম্যাচে একাদশে ছিলেন না সাকিব। পরের ৪ ম্যাচেই মাঠে নেমেছেন তিনি। কিন্তু ওই চারটি ম্যাচে ব্যাট কিংবা বল হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে ব্যর্থ হয়েছেন সাকিব।
যে চারটি ম্যাচে সাকিব খেলেছেন সেগুলোর মধ্যে এক ম্যাচে ব্যাট করতে হয়নি তাকে। বাকি ৩ ম্যাচে তার রান যথাক্রমে ১১, ৩, ৬।
বল হাতে নিজের প্রথম ম্যাচে ৩ ওভার বল করে ১৮ রান দিয়েছিলেন। কিন্তু কোনো উইকেট পাননি। পরের ম্যাচেও ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তৃতীয় ম্যাচে উইকেট খরা কাটিয়েছিলেন তিনি। পুনের বিপক্ষে ৩ ওভার বল করে ১৪ রান দিয়ে নিয়েছিলেন ফাফ ডু প্লেসিসের উইকেট। সবশেষ বহস্পতিবার রাতের ম্যাচে একটি উইকেট পেলেও ৪ ওভারে রান দিয়েছেন ৩০টি।
এবারের আইপিএলে তাই ব্যাটে-বলে সেই অর্থে এখন অব্দি জ্বলে উঠতে পারেননি সাকিব। আটকা পড়েছেন ব্যর্থতার বৃত্তে।
এর আগে আইপিএলে মোট ৩২টি ম্যাচে খেলে সাকিব রান করেছিলেন ৩৮৩। উইকেট নিয়েছিলেন ৩৮টি। এ ছাড়া দুবার তিনি ম্যাচ সেরার পুরস্কারও জিতেছিলেন। সাকিবকে ঘিরে এবারে তাই কেকেআর ভক্ত ও তার নিজ ভক্তদের প্রত্যাশা আলোর মুখ দেখেনি। ভক্তরা হতাশ। সাকিবের ফেসবুক ফ্যানপেজে তাই কোনো কোনো ভক্ত তাকে প্রশ্ন ছুঁড়েছেন, ‘কবে আগের রূপে ফিরবেন আপনি?’