খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল ২০১৬: মোবাইল ফোন থেকে তাৎক্ষণিক বার্তা আদান-প্রদানের জনপ্রিয় সেবা (মেসেঞ্জার) হোয়াটসঅ্যাপকে ২০১৪ সালে অধিগ্রহণ করার পর থেকেই অ্যাপটিতে একের পর এক আপডেটস আনছে ফেসবুক। অ্যাপটিকে আরও বেশি ফাংশনাল করে তোলার উদ্দেশ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে।
এরই অংশ হিসেবে সম্প্রতি ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ ঠেকাতে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ যোগ করেছে হোয়াটসঅ্যাপ। এন্ড-টু-এন্ড এনক্রিপশনে প্রেরকের পাঠানো বার্তা একমাত্র প্রাপকের ডিভাইসে বোধগম্য অবস্থায় পাওয়া যাবে। এই ব্যবস্থায় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বা কোনো সাইবার অপরাধী চক্র প্রেরকের পাঠানো বার্তা পড়ার সুযোগ পাবে না।
শুধু ক্ষুদে বার্তায়ই নয়, হোয়াটসঅ্যাপে পাঠানো ফাইল বা ভয়েস কলেও এন্ড-টু-এন্ড এনক্রিপশনে থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দু-এক মাসের মধ্যে আরও নতুন আপডেট আসতে চলেছে হোয়াটসঅ্যাপে। কী কী আপডেটস দেখে নিন এক ঝলক-
১) চালু হবে কল ব্যাক অপশন। হোয়াটসঅ্যাপে আসা কোনো কল মিস করলে এই ওয়ান ট্যাপ বাটন থেকে কল করা যাবে অ্যাপে না ঢুকেই। এই বাটনটি থাকবে ‘নোটিফিকেশন পেন’-এ, হোয়াটসঅ্যাপ মেসেজ নোটিফিকেশনের পাশেই। সেখানেই কল ব্যাক অপশনটি আসবে। এই আপডেটটি অ্যানড্রয়েড এবং আইওএস দুটি প্ল্যাটফর্মেই হবে।
২) আইওএস প্ল্যাটফর্মের জন্য চালু হবে ভয়েসমেল।
৩) এছাড়া ফাইল শেয়ারিংয়ের ক্ষেত্রেও নতুন একটি আপডেট আসছে। শোনা যাচ্ছে, এবার থেকে শেয়ার করা যাবে জিপ ফাইলও। এই নতুন আপডেট ঠিক কবে থেকে পাওয়া যাবে তা এখনও অবশ্য জানা যায়নি।