Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

36খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: জীবাশ্ম বা ফসিল বলতে প্রাগৈতিহাসিক যুগের প্রাণী বা উদ্ভিদ পাথরে পরিণত হয়েছে এমন ধরনের বস্তুকে বোঝায়। এরকম অনেক জীবাশ্ম নানা সময়েই আবিস্কৃত হয়েছে।
এবার যে জীবাশ্মটি আবিস্কার করেছেন পুরাতত্ত্ববিদরা, তাতে তারা নিজেরাই হতবাক। সম্প্রতি মধ্য তাইওয়ানের তাইচুং এলাকার একটি কবর থেকে উদ্ধার হয়েছে ৪৮টি মানুষের হাড়। এর সঙ্গে এমন একটি জীবাশ্ম পাওয়া যায় যা দেখে অবাক হতে হয়েছে পুরাতত্ত্ববিদদের দলটিকে।
কারণ এক মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আছে এমনই জীবাশ্ম উদ্ধার হয়েছে। শুধু সন্তানকে বুকে জড়িয়েই রাখেনটি, সন্তানের দিকে তাকিয়েও আছেন ওই জীবাশ্ম-মা।
তাইওয়ানের ন্যাশনাল মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির কিউরেটর চু উই লি বলেন, ‘কার্বন ডেটিং’ পদ্ধতির মাধ্যমে জীবাশ্মটির বয়স জানা গেছে। জীবাশ্মটি এখনো পর্যন্ত উদ্ধার হওয়া তাইওয়ানের সবচেয়ে প্রাচীন জীবাশ্ম। জীবাশ্মটির বয়স চার হাজার আটশো বছর। ২০১৪ সালে শুরু হয় খননকার্য। বছর দু’য়েক পর সম্প্রতি উদ্ধার হয়েছে জীবাশ্মটি।