খোলা বাজার২৪, শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬: গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কমেছে ১৪৪.৬৪ পয়েন্ট বা ৩.৩৩ শতাংশ। একইসাথে লেনদেনের পরিমাণ কমেছে ৯.০৯ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে (২৪ থেকে ২৮ এপ্রিল) ৫ কার্যদিবসে ডিএসইতে আর্থিক লেনদেন হয়েছে ১ হাজার ৭৫৭ কোটি ৩৫ লাখ টাকা। যা এর আগের সপ্তাহে হয়েছিল ১ হাজার ৯৩৩ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে আগের সপ্তাহের তুলনায় আর্থিক লেনদেন কমেছে ৯.০৯ শতাংশ।
গত সপ্তাহে মোট লেনদেনের ৯২.৮৩ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ১.৪৪ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৫.০৯ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৬৪ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানিরই শেয়ারের দর কমেছে। এর ফলে গত সপ্তাহে ডিএসইর তিনটি সূচকই কমেছে। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩২৫টি ইস্যুর মধ্যে ৫৬টির দর বেড়েছে, কমেছে ২৫৩টির ও অপরিবর্তিত ছিল ১৬টির দর।
সপ্তাহের শুরুতে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪৩৪০.৩৪ পয়েন্ট। সপ্তাহ শেষে তা নেমে গেছে ৪১৯৫.৭০ পয়েন্টে। এ হিসাবে গত সপ্তাহে সূচক কমেছে ১৪৪.৬৪ পয়েন্ট। এর আগের সপ্তাহে সূচক কমেছিল ৬৮.৩০ পয়েন্ট। এ ছাড়া গত সপ্তাহে ডিএস-৩০ সূচক ৫৩.৮১ পয়েন্ট ও ডিএসই শরিয়াহ সূচক ৩২.৭৯ পয়েন্ট কমেছে।
এ ছাড়া মূল্য-আয় (পিই) অনুপাত কমেছে ৩.৩৮ শতাংশ। সপ্তাহের শুরুতে পিই ছিল ১৪.৫০। সপ্তাহের শেষে তা দাঁড়িয়েছে ১৪.০২-এ। বাজার মূলধন কমেছে ২.৭৬ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৮ হাজার ৫১ কোটি টাকা। সপ্তাহের শেষে তা কমে দাড়িয়েছে ২ লাখ ৯৯ হাজার ৯৯ কোটি টাকায়।
সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে বিএসআরএম লিমিটেড। সপ্তাহে কোম্পানিটির ৯০ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে মোট লেনদেনের ৫.১৪ শতাংশই হয়েছে এ কোম্পানির। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের লেনদেন হয়েছে ৮০ কোটি ১৭ লাখ ৯১ হাজার টাকা যা, সপ্তাহের মোট লেনদেনের ৪.৫৬ শতাংশ। ৭৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে মবিল যমুনা।
লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, এসিআই লিমিটেড, ডরিন পাওয়ার, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, পাওয়ার গ্রীড।