খোলা বাজার২৪, মঙ্গলবার, ৩ মে ২০১৬: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ইনজুরির ঝড় বেশ ভালোভাবেই বয়ে যাচ্ছে। এ পর্যন্ত ১৩ জন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন। যার মধ্যে ১১ জনই ফিরে গিয়েছেন তাদের নিজ নিজ দেশে। যার ফলে আইপিএলের এবারের আসরকে ‘ইনজুরির প্রিমিয়ার লিগ’ও বলা যায়।
এ টুর্নামেন্টে সবার চেয়ে বেশি ইনজুরিগ্রস্ত দল এবারের আসরে নতুন দল হিসেবে যোগ দেয়া রাইজিং পুনে সুপারজায়ান্টস। পারফরম্যান্সের দিক দিয়ে খুব একটা ভালো অবস্থানে নেই মহেন্দ্র সিং ধোনির দল পুনে। ৮টি ম্যাচ খেলে পুনে জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে। তার ওপর আবার দল থেকে একে একে বিদায় নিয়েছেন চার বিদেশি ক্রিকেটার।
প্রথমে ইনজুরিতে ছিটকে পড়েন ইংলিশ তারকা কেভিন পিটারসন। পরে হাতের আঙ্গুলের হাড় ভেঙ্গে বিদায় নেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিসও। আর তাদের দেখানো পথ ধরেছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ।
এই চারজন ক্রিকেটারই ম্যাচ উইনার হিসেবে পরিচিত। আর দলে থেকে তাদের হারানোতে বেশ বিপাকেই পড়তে হয়েছে পুনেকে।
এবার দলে ফাফ ডু প্লেসিসের শূন্যস্থান পূরণ করতে পুনে স্মরণাপন্ন হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জর্জ বেইলির। এর আগে তারা আরেক অস্ট্রেলিয়ান তারকা উসমান খাঁজার সঙ্গে চুক্তিবদ্ধ হয়।
বেইলির নাম এবার আইপিএল নিলামে থাকলেও কোনো ফ্রাঞ্চাইজি তাকে দলে ভেড়ায়নি। তবে এর আগে তিনি আইপিএলে কিংস এলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। এ টুর্নামেন্টে তিনি মোট ৩৪টি ম্যাচ খেলে রান করেছেন ৫৭৯। এবার নিয়ে তৃতীয়বারের মতো আইপিএলে যোগ দিতে যাচ্ছেন তিনি।