খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি লুৎফর রহমান মোড়ল (৭০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি। লুৎফর রহমানের বাড়ি যশোর জেলার কেশবপুর উপজেলার জয়চাকড়া গ্রামে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী জাকারিয়া আলম জানান, মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি লুৎফর রহমান মোড়ল ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে ৪ এপ্রিল তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২১৭ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। এক মাস চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার (৬ মে) সকালে মারা যান তিনি। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।