খোলা বাজার২৪,শুক্রবার, ৬ মে ২০১৬: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ আতিকুর রহমান আতিককে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার দুপুরে এ নির্দেশনা পাঠিয়েছেন ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান। তিনি বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তা এবং ওই সাংসদের কাছে পাঠানো হয়েছে। ওই চিঠি পাওয়ার কথা জানিয়ে শেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান।
তিনি বলেন, গত ৩রা মে শেরপুর সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের গাজীরখামার উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আওলাদুল ইসলামের পক্ষে স্থানীয়দের কাছে ভোট চান হুইপ আতিক, যা আচরণবিধির লঙ্ঘন। এ বিষয়ে বুধবার একটি জাতীয় দৈনিকে ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসায় নির্বাচন কমিশন এই পদক্ষেপ নেয় বলে জেলা নির্বাচন কর্মকর্তা জানান।
এর আগে নির্বাচনী অনিয়মের কারণে বৃহস্পতিবার শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়। শেরপুর সদরে শনিবার চতুর্থ ধাপের ইউপি ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে সারা দেশে মোট ৭০৬টি ইউপির ভোটগ্রহণ হবে।