Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

5খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: রাজধানীর পল্টন থানায় নাশকতার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে মির্জা ফখরুল হাজির হয়ে জয়নাল আবেদীন মেজবাহর মাধ্যমে তাঁর জামিন আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালতে জামিনের আদেশ দেন।
মামলাটি বিচারিক আদালতে বদলি হওয়ায় মির্জা ফখরুল নতুন করে এ আদালতে জামিন নেন। ২০১৪ সালের ডিসেম্বরে গাড়ি ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয় আসামিদের নামে পল্টন থানায় মামলা করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ মির্জা ফখরুলসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে।