Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

18 খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: দেশের সর্বোচ্চ আদালত থেকে মৃত্যুদণ্ডাদেশের রিভিউ আবেদন খারিজের কপি কারাগারে পৌঁছালেই মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের আনুষ্ঠানিকতা শুরু হবে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রিভিউ খারিজের আদেশের কপি কারাগারে পৌঁছালে তা নিজামীকে পড়ে শোনানো হবে। এ সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারসহ জেল সুপার ও ডেপুটি জেল সুপাররা উপস্থিত থাকবেন। চূড়ান্ত আদেশের কপি পড়ে শোনানোর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন ম্যাজিস্ট্রেট নিজামীর কাছে গিয়ে প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে জানতে চাইবেন।
প্রাণভিজ্ঞা চাওয়ার পর তা নিষ্পত্তির জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তবে প্রাণভিক্ষা না চাইলে ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয়া হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রিভিউ খারিজের পর শুক্রবার নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেন স্ত্রী, পুত্র-কন্যাসহ পরিবারের ১০ জন সদস্য। ফাঁসি কার্যকরের আগে আর মাত্র একবার অর্থাৎ শেষবারের মতো তার সঙ্গে দেখা করা যাবে।
এর আগে বৃহস্পতিবার একাত্তরের এই আলবদর নেতা ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
উল্লেখ্য, রোববার রাতে মতিউর রহমান নিজামীকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। সেখানে তাকে একটি কনডেম সেলে রাখা হয়েছে।