Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

38খোলা বাজার২৪, সোমবার, ৯ মে ২০১৬: বাংলাদেশের মানুষের মুক্তচিন্তা কিংবা ভোটের অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে সাংবিধানিক ফোরাম আয়োজিত আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই নেতা।
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে আজকে যেটা চলছে, ভিন্ন পথের কোনো সুযোগ নেই, ভিন্ন মতের কোনো সুযোগ নেই। আজকে ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না বাংলাদেশের মানুষ। আজকে বাংলাদেশের মানুষ ভিন্নপথ, ভিন্নমতে যেতে পারছে না। যখনই যাচ্ছে, তার ওপর নেমে আসছে নিপীড়ন-নির্যাতন।’
মানুষের মুক্তচিন্তার অধিকার বন্ধ করে দেওয়া হয়েছে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যেমন মুক্তমনা ছিলেন আর মানুষের অধিকারের জন্য জীবনভর সংগ্রাম করে গেছেন, তা বর্তমান বাংলাদেশে অনুপস্থিত।