Thu. Sep 18th, 2025
Advertisements

42k খোলা বাজার২৪,শুক্রবার, ১৩ মে ২০১৬: পারিবারিক সম্মতিতে বিয়ে ঠিক হয় নাঈম-অপর্ণার। কিন্তু এ দু’জনের কেউ-ই কারো জীবন সঙ্গিনী হতে চান না। দুই পরিবারের কেউ যেন তাদের চালাকি বুঝতে না পারে সেভাবেই বুদ্ধি বের করা হলো।
অতঃপর নাঈমের হাত ধরে পালালেন অপর্ণা। কিন্তু তারা ছুটেন ভিন্ন দুটি গন্তব্যের পথে। এ রকম ঘটনা ঘটতে দেখা যাবে ‘শেষ দৃশ্যের আগে’ নাটকে।
স্বরাজ দেবের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জামিল আশরাফ খান নয়ন। এতে ‘তন্বী’ ও ‘রাশেদ’ নামের প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ও নাঈম। অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আর জে নীরব।
এ ছাড়া অভিনয় করেছেন মুনিরা মিঠু, কাজী উজ্জ্বল ও জন। মাসুদ পারভেজের প্রযোজনায় ‘আই ফিল্মস’র ব্যানারে নির্মিত নাটকটি ২০ মে (শুক্রবার) রাত ৯টা ৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
জামিল আশরাফ খান নয়নের পরিচালিত প্রথম নাটক এটি। এর আগে তিনি কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জিতেছেন ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড।
নাটক নির্মাণ প্রসঙ্গে তরুণ এ নির্মাতা বলেন, ‘প্রথম প্রোডাকশন এনটিভির মতো একটি মানসম্পন্ন চ্যানেলে প্রচার হচ্ছে বলে আনন্দিত। এর পেছনে অতীতে আমার বানানো এক্সপেরিমেন্টাল শর্টফিল্ম নির্মাণের ভূমিকা ছিল। নতুন হিসেবে অপর্ণা দি, নাঈম ও নীরব ভাইয়ের কাছ থেকে খুব সহযোগিতা পেয়েছি। সব টিম মেম্বারদের পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতা জানাই।’