Thu. Sep 18th, 2025
Advertisements

46kখোলা বাজার২৪, রোববার, ১৫ মে ২০১৬: ভারতে ইসরাইলী গোয়েন্দা সংস্থা ‘মোসাদ’র এজেন্টের সাথে ‘সরকার উৎখাতের বৈঠকের’ অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার ইকবাল বাহার। সেজন্য তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান তিনি।
রোববার বেলা ১২টার দিকে সিএমপিতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনার এ তথ্য জানান।
আসলাম দেশ ত্যাগে স্থল, নৌ ও বিমানবন্দরে নিষেধাজ্ঞা জারি করে চিঠি দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, আসলাম চৌধুরীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তাকে আমরা পেলেই গ্রেপ্তার করব।
প্রসঙ্গত, 'জেরুজালেম অনলাইন ডটকম’ পত্রিকায় চলতি বছরের ২৬ জানুয়ারি প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, ‘ইসরাইলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদি সম্প্রতি ভারত সফর করেছেন। সেখানে বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন তিনি।