Sun. Sep 28th, 2025
Advertisements

6kখোলা বাজার২৪, মঙ্গলবার, ১৭ মে ২০১৬: যারা দাবি করে আমাদের সরকার কিছুই করে না তারা স্পষ্ট মিথ্যা বলছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ রাতে তার ফেসবুকে স্ট্যাটাসে এসব কথা লেখেন।
জয় লিখেছেন, আমাদের পুলিশ জুলহাজ মান্নান এবং মাহবুব রাব্বি তনয়ের হত্যায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে। আমরা বাকি হত্যাকারীদেরও ধরতে অভিযান চালাচ্ছি।
জয় বলেন, আমরা এছাড়াও গত সপ্তাহে বৌদ্ধ ভিক্ষু হত্যায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছি। এদের দু’জন সন্দেহভাজন মায়ানমারের নাগরিক।
জয় আরও বলেন, আমাদের আওয়ামী লীগ সরকার গত তিন বছরে সংগঠিত ৩৭ টি হত্যাকাণ্ডের মাঝে কমপক্ষে ৩৪ টিতে যারা জড়িত তাদের গ্রেফতার করেছে। এদের মাঝে এখন পর্যন্ত কিছু লোকের আদালতে সাজা হয়েছে এবং বাকিদের বিচার চলছে।