Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

17kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে যখন সারাদেশ ছাত্রলীগের আনন্দে মাতোয়ারা। তখন অন্ত:কলহে নিজেদের মধ্যে মারামারি করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল রাত আট টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে শাখা এ মারধরের ঘটনা ঘটেছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন (ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, ৩৮ তম ব্যাচ) বসে গল্প করতেছিলেন। এসময় শাখা ছাত্রলীগের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের মারামারিসাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু(৩৭ তম ব্যাচ) সহ কয়েকজন মোটর সাইকেলে এসে সানোয়ার হোসেনকে পাশে ডেকে পাঠায়। সানোয়ার কোথাও যেতে অপারগতা প্রকাশ করলে দীপু তার কলার ধরে।
সানোয়ার অভিযোগ করে বলেন, দীপুর নেতৃত্বে শাখা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক উপ-সম্পাদক বশিরুল হক(পরিসংখ্যান বিভাগ, ৪০ তম ব্যাচ), ধর্ম বিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটু(ইতিহাস বিভাগ, ৪০ তম ব্যাচ) এবং দুই-তিনজন কার্যকরী সদস্য সহ বেশ কয়েকজন ছাত্রলীগকর্মী এসময় তাকে মারধর করে। সানোয়ার হোসেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল এর অনুসারী এবং ফয়সাল হোসেন দীপু শাখা ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনির অনুসারী বলে জানা যায়।
অভিযোগ অস্বীকার করে ফয়সাল হোসেন দীপু বলেন, বেশ কিছুদিন ধরে বিভিন্নভাবে সে(সানোয়ার) আমার সম্পর্কে এবং হলের অন্যান্য ছ্এালীগকর্মী সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। সেজন্য সিনিয়র হিসেবে তাকে শাসন করা হয়েছে। মারমারির ঘটনা ঘটেনি’।
শাখা ছাত্রলীগের সধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন,‘এধরনের ঘটনার আমি নিন্দা জানাচ্ছি। দ্রত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করা হবে’।
এই বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে শুনেছি। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে ’।