Tue. Sep 23rd, 2025
Advertisements

25kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: দেশের সমস্যা সমাধানে বিদেশি কোনো শক্তির মধ্যস্থতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর নদীর উপর ফোর লেনের মহুরীসেতু উদ্ধোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বিদেশীদের কোনো হস্তক্ষেপে কাজ হবে না। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করবো। বিদেশী শক্তির মধ্যস্থতা আমাদের কোনো প্রয়োজন নেই।
ফোর লেনের কাজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেনের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছুদিনের মধ্যে আনুসাঙ্গিক কাজ শেষ হলে খুব দ্রুত সময়ের মধ্যে প্রধান মন্ত্রী ফোর লেন উদ্ধোধন করবেন। এ সময়তিনি আরো বলেন, মনোনয়ন বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতারা জড়িত রয়েছে আসন্ন কাউন্সিলে গঠিত নতুন কমিটিতে তারা স্থান পাবে না। তাদেরও ছাড় দেয়া হবে না। তার সঙ্গে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।