Mon. Sep 22nd, 2025
Advertisements

45kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬: আন্দালনের নামে মানুষ পোড়ানোর অপরাধে খালেদা জিয়াকে দুই বছরের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জাসদের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ইনু বলেন, ‘খালেদা জিয়ার প্রশ্রয়ে দেশে বিএনপি জামায়াত জঙ্গি তৎপরতা চালাচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচারের মতো মানুষ পোড়ানোর দায়ে খালেদা জিয়ারও বিচার করবে সরকার।’
তিনি আরো বলেন, জঙ্গি তৎপরতা, দলবাজি ও আর্থসামাজিক বৈষম্য দেশের প্রধান সমস্যা। সরকার দৃঢ়ভাবে এসব সমস্যা মোকাবেলা করে যাচ্ছে।
বিগত জাতীয় কাউন্সিলে দলত্যাগী নেতাদের উদ্দেশ্যে ইনু বলেন, তাদের জন্য দলের দরজা খোলা আছে।