Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

60kখোলা বাজার২৪, বুধবার, ১৮ মে ২০১৬:  চট্টগ্রাম বোর্ডে এসএসসি পরীক্ষার ফলাফলের ত্রুটি সংশোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে ১৪,১৫৮ শিক্ষার্থীর গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। এর মধ্যে গণিত বিষয়ের সংশোধিত ফলাফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৮৩৬ শিক্ষার্থী। আর সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ১১১৫ জন।
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহ পর গণিত বিষয়ে সংশোধিত ফলাফল প্রকাশ করেছে চট্টগ্রাম বোর্ড। সংশোধিত ফলাফলে নতুন করে উত্তীর্ণ হয়েছে তিন শিক্ষার্থী। সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১,১১৫ জন। এখন চট্টগ্রাম বোর্ডে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩,১০৬ জন।
চট্টগ্রাম বোর্ড সূত্র জানায়, গণিত বিষয়ে পরীক্ষা দেওয়া মোট ১ লাখ ৯ হাজার ১০৯ শিক্ষার্থীর উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হয়েছে। এতে ১৪,১৫৮ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে নম্বর পরিবর্তন হয়ে তাদের গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বোর্ডের এক কর্মকর্তা বলেন, প্রশ্নপত্র বিজি প্রেসে ছাপা হয়। ভুলটা ছাপার সময়ে হয়েছে। এ বিষয়ে বোর্ড থেকে বিজি প্রেসকে জানানো হবে।