খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৯ মে ২০১৬: একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথ থেকে জালিয়াত সন্দেহে আটক চীনা নাগরিক জো জিয়ান হুইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে।
র্যাব ২ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মো. জামালউদ্দিন বাদি হয়ে বৃহস্পতিবার নিউমার্কেট থানায় তথ্য প্রযুক্তি ও যোগাযোগ আইনে মামলাটি দায়ের করেন র্যাব ২ এর উপ অধিনায়ক “িারুল আলম জানিয়েছেন।
তিনি বলেন, “সকাল ১০টার কিছু পরে এই মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ডের আবেদন করা হবে।”
তবে জিজ্ঞাসাবাদের কয়দিনের হেফাজতের আবেদন করা হবে সে বিষয়ে কিছু জানাননি “িারুল।
বুধবার ভোর ৬টার দিকে ৩৮ বছর বয়সী জো জিয়ান হুই এলিফ্যান্ট রোডে প্রাইম ব্যাংকের একটি বুথে ঢুকেন। ভেতরে অনেকক্ষণ ধরে তার অবস্থানের কারণে সন্দেহ হওয়ায় নিরাপত্তাকর্মীরা বুথের দরজা আটকে দেয়।
নিরাপত্তা কর্মীদের ভাষ্য, দুটি এটিএম কার্ড ব্যবহার করে ৫ ধাপে মোট ৬৬ হাজার টাকা তুলেছিলেন জো। দরজা আটকানোর পর তার পরিচয় জানতে চাইলে পুরো টাকা তাদের দিয়ে দিতে চেয়েছিলেন তিনি।
এতে সন্দেহ হওয়ায় দরজা না খুলে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো পর খবর পেয়ে র্যাব গিয়ে তাকে আটক করে।
গত ফেব্র“য়ারিতে ঢাকায় চারটি ব্যাংকের এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির ঘটনা জানাজানি হলে আলোড়ন সৃষ্টি হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব ব্যাংকগুলোর ৩৬টি কার্ড ক্লোন করে ২০ লাখ ৬০ হাজার টাকা তুলে নেয় জালিয়াতরা। ওই চক্র অন্তত ১২০০ কার্ডের তথ্য চুরি করে বলেও তদন্তে জানা যায়।
এসব ঘটনায় করা এক মামলার এজাহারের সঙ্গে এটিএম বুথের সিসি ক্যামেরার ছবি দেখে পিওতর সিজোফেন নামে এক বিদেশি ও সিটি ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
পিওতর এটিএম জালিয়াতিতে ৪০ থেকে ৫০ জন্য জড়িত থাকার তথ্য দিয়েছে বলে পুলিশের ভাষ্য।