খোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: দক্ষিণ চীন সাগরে মার্কিন গোয়েন্দা বিমানকে তাড়া করেছে চীন। পেন্টাগন ঘটনাকে ‘অনিরাপদ’ ভূমিকা হিসেবে বর্ণনা করেছে।
বিবিসির খবরে বলা হয়, ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৭ মে) যখন মার্কিন গোয়েন্দা বিমান নিয়মিত পেট্রোলিং হিসেবে দক্ষিণ চীন সাগরে যায়।
সম্প্রতি সেই অঞ্চলে সামরিক কার্যক্রমের কারণে চীন ও মার্কিন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বেশ কয়েকটি দেশই প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দক্ষিণ চীন সাগরের মালিকানা দাবি করেছে।
ছোট বড় দ্বীপসহ জলসীমার দাবি করছে তাইওয়ান, চীন, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া ও ব্র“নাই।
সামরিক কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জনায়, মার্কিন পাইলটকে প্রায় ২০০ ফুট নিচে দিয়ে উড়ে যেতে বাধ্য করা হয়েছিল যেন কোনো রকমের সংঘর্ষ না বাঁধে।
দক্ষিণ চীন সাগরে সামরিক কার্যকলাপ বৃদ্ধির মাধ্যমে চীন উস্কানি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ওয়াশিংটন।