খোলা বাজার২৪, শুক্রবার, ২০ মে, ২০১৬: “নিরাপদ আগামীর জন্য চাই নিরাপদ স্থাপনা” এই স্লোগান সামনে রেখে ১৯ মে থেকে ২১ মে ২০১৬ ইং পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-য় নিরাপদ নির্মান পদ্ধতি, প্রযুক্তি, যন্ত্রপাতি ও আবাসন শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী সেইফকন ২০১৬ অনুষ্ঠিত হচ্ছে।
সফনিরাপদ স্থাপনা নির্মান সম্পর্কে জানা, প্রাকৃতিক ক্ষয়ক্ষতির ঝুঁকিমুক্ত পরিবেশ বান্ধব সরঞ্জাম ও প্রযুক্তি ব্যবহারে সচেতনতা এবং আন্তর্জাতিক মানদন্ডে নির্মান পরিকল্পনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার প্রবণতা বৃদ্ধি করাই এ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য।
ঝধভবঈড়হ-২০১৬-ঊীযরনরঃরড়হ“নিরাপত্তাই প্রথম” এই সার্বজনীন ধারণাকে নির্মান শিল্পের সাথে জোরালোভাবে যুক্ত করে সেভার ইন্টারন্যাশনাল লিমিটেড এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে। স্থাপনা ও নির্মানের সাথে সংশ্লিষ্ট দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান তাদের শক্তি সাশ্রয়ী, ভূমিকম্প সহনীয়, পরিবেশ বান্ধব প্রযুক্তি, পদ্ধতি ও সরঞ্জামাদি নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহন করেছে।
ননংনৎন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার মো: নুরুল আকতার, সিইও এন্ড ডিরেক্টর, এনার্জিপ্যাক ইলেক্ট্রনিক্স লিঃ; আবু সাদেক, ডিরেক্টর, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউট; ইঞ্জিনিয়ার এস এস রিফাত রেজা হোসেন, অপারেটিং ডিরেক্টর, আ্যাডভান্সড গ্রুপ; ইঞ্জিনিয়ার জে.ডব্লিউ রোয়েল, ডিরেক্টর, ফ্লেক্সবেজ, নেদারল্যান্ড; মো: আমিরুল ইসলাম, চেয়ারম্যান, সেভর ইন্টারন্যাশনাল এবং মো: ফায়জুল আলম বিদ্যুৎ, ব্যবস্থাপনা পরিচালক, সেভর ইন্টারন্যাশনাল।
প্রদর্শনীটি সর্বসাধারনের জন্য প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত উম্মুক্ত থাকবে।