Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30kখোলা বাজার২৪, শনিবার, ২১ মে, ২০১৬: ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সৃষ্ট যে কোনো পরিস্থিতি মোকাবেলায় মন্ত্রণালয় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
আজ শনিবার সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তার মন্ত্রণালয়। উপকূলীয় ১৪টি জেলায় কাজ করছে ১ লাখেরও বেশি স্বেচ্ছাসেবক। ইতিমধ্যে ৫ লাখ মানুষকে সরিয়ে নিয়ে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। তিনি আরও বলেন, আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নেয়াদের জন্য মন্ত্রণালয় থেকে খাবার, বিশুদ্ধ পানি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, শনিবার আবহাওয়ার সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, আজ শনিবার বিকাল নাগাদ ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম ও বরিশাল উপকূল অতিক্রম করবে। চট্টগ্রাম, মংলা ও পায়রা সমূদ্রবন্দরসহ বরিশাল বিভাগের সব জেলায় ৭ নম্বর ও কক্সবাজার উপকূলে ৬ বিপদ সংকেত জারি করা হয়েছে। এদিকে কক্সবাজার ও পটুয়াখালী উপকূল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। আর রোয়ানুর আঘাতে পটুয়াখালীর দশমিনা, ভোলার তজুমদ্দিন, চট্টগ্রামের সীতাকুণ্ডে ৫ জন নিহত হয়েছেন।