খোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: আধুনিক শিক্ষা ব্যবস্থা ও তুলনা মুলক কম টিউশন ফি হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ থেকেই উন্নত শিক্ষার জন্য প্রতি বছর বিপুল পরিমান শিক্ষার্থী মালয়েশিয়াতে আসেন, আধুনিকতার সকল সুযোগ সুবিধা থাকায় এখানে দিন দিন এর প্রসার ঘটছে, আর সেই প্রসারে আরো নতুন মাত্রা যোগ করেছে মালয়শিয়ার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান লিংকন ইউনিভার্সিটি কলেজ।
মালয়েশিয়ার কেলানা জায়াতে মনোরম পরিবেশে সুবিশাল ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে।
উন্নত শিক্ষা ব্যবস্থা ও ছাত্র ছাত্রীদের সকল প্রকার সুযোগ থাকায় ক্রমেই লিংকন ইউনিভার্সিটির নাম বহির বিশ্বে ছড়িয়ে পড়ছে। লিংকন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডঃ অমিয় ভৌমিক বলেন, ২০০২ সাল থেকে সবার সহযোগিতায় আমরা বর্তমানে ৯০ টি প্রোগ্রাম চালাচ্ছি। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় সমূহ মেডিকেল, ডেন্টাল,ফার্মেসি, নার্সিং, হসপিটালিটি ম্যানেজমেন্ট অন্যতম।
তিনি আরো আশাবাদ ব্যক্ত করে বলেন, এ বছরের মধ্যে আমরা আরো ৩৬ টি প্রোগ্রাম চালু করবো। এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশের শিক্ষা প্রতিষ্ঠান মালয়েশিয়ার শিক্ষা প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় গত ১৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের স্টার্টফোর্ড ইউনিভার্সিটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই চুক্তির আওতায় লিংকন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ডুয়েল প্রোগ্রামে স্টাটফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি ক্রেডিট ট্রান্সফারের সুযোগ পাবে।
লিংকন ইউনিভার্সিটির স্টুডেন্ট রিপ্রেসেন্টেটিভ কাউন্সিলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট রিপন মিয়া বলেন, এখানকার লেখাপড়ার মান ও টিউশন ফি কম হওয়াতে অনেক বাংলাদেশি শিক্ষার্থী এখানে তাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন বিষয়ে আমরা স্টুডেন্ট রিপ্রেসেন্টেটিভ কাউন্সিল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে সব রকমের সহযোগিতা করে থাকি।
বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের রয়েছে ঈর্শনীয় সাফল্য। স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর মার্গারেট জুডি ফার্নান্ডেজ বলেন,আমরা সর্বদা স্টুডেন্টের সেবায় নিয়োজিত, পুলিশি হয়রানি, ইমিগ্রেশন জনিত সমস্যা, ছাত্র ছাত্রীদের আবাসন ব্যবস্থা করা সহ সব সর্বপ্রকার সেবায় সর্বদা নিয়োজিত।