Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: বলিউড খানদের খবর পেতে যেন মুখিয়ে থাকে বলিউডপাড়া। বিশেষ করে শাহরুখ-সালমানের খবর পেলে তো বেশ জোরেশোরেই প্রচার করে মিডিয়াগুলো। এ দুই তারকার টানাপড়েন আগে থাকলেও এখন তা মিটে গেছে। এ খবর পুরোনো, নতুন খবর হলো দুই খানই নিজেদের নতুন ছবি নিয়ে এখন ব্যস্ত। তবে এ ব্যস্ততার ফাঁকেই একজন ছুটে গেছেন আরেকজনের কাছে।
কিছুদিন আগে হঠাৎ করেই বলিউড বাদশাহ শাহরুখ গিয়েছিলেন সালমানের পরবর্তী ছবি ‘সুলতান’-এর সেটে। উদ্দেশ্য, ভাইজান সালমানের সঙ্গে দেখা করা। আর ‘সুলতান’-এর পরিচালক আলী আব্বাস জাফরও মুহূর্তটি হেলাফেলা করেননি। পুরো সময়টি তিনি ধারণ করে নেন ক্যামেরায়। গুঞ্জন উঠেছিল, এই অংশটুকু নাকি জুড়ে দেওয়া হবে মূল ছবির সঙ্গে!
তবে এই জল্পনা ভক্তদের মনে বেশ আশা জাগালেও হয়তো তা সত্যি হতে যাচ্ছে না শেষ পর্যন্ত। ভারতের জনপ্রিয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার খবর থেকে জানা যায়, কিং খান আর ভাইজানের এই ভিডিও ছবিতে যুক্ত করার জন্য নাকি একেবারেই অনুমোদন নেই শাহরুখের। তাই দুই খানকে যাঁরা একসঙ্গে এক ছবিতে দেখার সুযোগ খুঁজছিলেন, তাঁদের হয়তো হতাশ হতেই হলো আবারও।
আসছে ঈদ উপলক্ষে মুক্তি পেতে চলেছে শাহরুখের ‘রইস’ এবং সালমানের ‘সুলতান’। আগে একই সঙ্গে মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে ‘সুলতানে’র মুক্তির তারিখ পিছিয়ে দেন সালমান। কেন এই ছাড় দিলেন ভাইজান? বলিউডভক্তরা মনে করেন, নতুন করে সম্পর্ক জোড়া লাগার কারণেই এমনটি করেছেন সালমান।