Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

30kখোলা বাজার২৪, সোমবার, ২৩ মে, ২০১৬: ব্রিটিশ মডেল-অভিনেত্রী-গায়িকা সোফিয়া হায়াত। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এও হাজির হয়েছিলেন তিনি।
২০১২ সালে ভোগ ইতালিয়া তাকে ‘কার্ভি আইকন’ খেতাব দিয়েছিল। ২০১৩ সালে এফএইচএম ম্যাগাজিনের জরিপে ‘সেক্সিয়েস্ট উইমেন ইন দ্য ওয়ার্ল্ড’ তালিকায় ৮১তম হয়েছিলেন তিনি। সেই সোফিয়া হায়াতের জীবন এখন সম্পূর্ণ পাল্টে গেছে। সেক্সিয়েস্ট মডেল থেকে মাদার সোফিয়া হয়েছেন এক সময়ের সাড়া জাগানো এই মডেল।
হুট করেই নিজেকে পাল্টে ফেললেন সোফিয়া। গত এপ্রিলে ইনস্টাগ্রামে তিনি তার একটি ছবি পোস্ট করেন। সেখানেই ছবির ক্যাপশনে তার পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি লিখেন, ‘আমরা মেকআপ, হেয়ার কালার, ফ্যাশন ছাড়াই সুন্দর। আমরা যা তাই ঠিক। আমি নিজেকে পাল্টে ফেলেছি। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। গাইয়া সোফিয়া মাদার।’
এরপর তার পরিবর্তিত জীবনের একের পর এক ছবি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করতে থাকেন। এক পর্যায়ে সোফিয়া লেখেন, ‘আমার বয়স যখন ১৬ ছিল, আমি বিলাসবহুল জীবনযাপন করে এমন মানুষ পছন্দ করতাম। এখন আমি মানসিকভাবে সুখী এমন মানুষ পছন্দ করি।’
বিগ বস ৭-এ অংশগ্রহণকারী ছিলেন সোফিয়া হায়াত। পাশাপাশি ক্যান্ডি ব্রার, আসিফ আজিম, আজাজ খান, বিবেক মিশ্রার সঙ্গে কাজ করেছেন তিনি। বলিউডের অন্যতম আবেদনময়ী মডেল ছিলেন তিনি। ‘বাজি : মেহমান নাওয়াজি কি’ শিরোনামের টেলিভিশন অনুষ্ঠানে দেখা গেছে তাকে।